স্লোভিয়ানস্কে ভয়াবহ গোলাবর্ষণ

ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরে গত দুই সপ্তাহ ধরে ভয়াবহ গোলাবর্ষণ করা হচ্ছে। সেখানকার মেয়র ভাদিম লিয়াখের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভাদিম লিয়াখ একটি ভিডিও বার্তায় বলেন, সেখানকার পরিস্থিতি ভয়াবহ।

রাশিয়ার ভ্লাদিমির পুতিন ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন অভিযান শুরুর পর থেকে সেখানে ১৭ জন বাসিন্দাকে হত্যা করা হয়েছে।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, পশ্চিমাদের কাছে থেকে পাওয়া অস্ত্র ‘অবশেষে … খুব শক্তিশালীভাবে কাজ শুরু করেছে’।

তিনি আরও বলেন, যেমন প্রয়োজন ঠিক তেমনই নির্ভুলভাবে আঘাত হানতে পারে এসব অস্ত্র। আমাদের সেনারা শত্রুপক্ষের গোলাবারুদ এবং রসদ সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ অন্যান্য স্থানগুলোতে লক্ষ্যনীয় হামলা চালাচ্ছে।

এদিকে, ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, তিনি বুধবার তার জার্মান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তাদের সঙ্গে সামরিক সহায়তা অব্যাহত রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কুলেবা।

facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ