স্মার্ট দেশ গড়াই এখন অঙ্গীকার: ওবায়দুল কাদের

২৫ মার্চ কাল রাতে গণহত্যা দিবস নিয়ে বিএনপি পাকিস্তানিদের ভাষায় কথা বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, স্মার্ট দেশ গড়াই এখন অঙ্গীকার।

রোববার স্বাধীনতা দিবসের সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, স্বাধীনতার ৫২ বছরেও দেশে নানারূপে বিরাজ করছে মুক্তিযুদ্ধবিরোধী শক্তি। স্বাধীনতার শত্রুরা সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ; এমন নানান পোশাকে স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে৷ এই অপশক্তিকে পরাস্ত করতে হবে৷

তিনি বলেন, পাকিস্তানি ভাবধারায় চলছে বিএনপি।পাকিস্তান যা বলে বিএনপি তাই বলে, কারণ তারা পাকিস্তানি ভাবধারায় উজ্জীবিত। এখনও তাদের হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান তারা এমনটাই বলবে।

ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার পথে রয়েছে দেশ৷ স্মার্ট দেশ গড়াই এখন অন্যতম অঙ্গীকার৷

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ