আফজাল হোসেন রোমান:দেশে-বিদেশে দুর্বার আন্দোলনের গড়ে তোলে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন নিশ্চিত করার আহবান জানিয়েছে ইতালি বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উদযাপন করতে গিয়ে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন নেতারা।
চলমান আওয়ামী সরকার বিরোধী আন্দোলন আরো তীব্র করার আহ্বান জানিয়েছে। তারা এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে দেশে প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
ইতালির রাজধানীর রোমের প্রেনেস্তিনার একটি হলরুমে রোম
মহানগর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সভাপতি হাজী আব্দুর রাজ্জাক।রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় এতে প্রধান বক্ত ছিলেন ইতালী বিএনপি সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিন। আলোচনা সভায় অন্যান্যদের
মধ্যে বক্তব্য রাখেন মইনুল আলম, শাহ মোহাম্মদ তৌহিদ কাদেরসহ আরো অনেকে।
বক্তারা বলেন, দেশের মানুষ এবং গণতন্ত্রকে রক্ষা করতেই এই সরকারের বিদায় গঠিত হবে।শেষে কেক কেটে বেগম খালেদা জিয়ার জন্মদিন উদযাপন করা হয় এবং তার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়
