স্বাধীনতার ৫০ বছরেও নৌপথ নিরাপদ নয়: জিএম কাদের

পঞ্চগড়ে করতোয়া নদীতে ট্রলার ডুবিতে ব্যাপক সংখ্যক প্রাণহানীর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

রোববার এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তিনি। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

শোকবার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গা উৎসবের আগে ট্রলার ডুবিতে একইসঙ্গে সনাতন ধর্মের অনেকের মৃত্যুর ঘটনা মেনে নেওয়া যায় না। নৌযানগুলো অতিরিক্ত যাত্রী বহন করছে, দেখার যেন কেউ নেই। স্বাধীনতার পঞ্চাশ বছরেও আমাদের নৌপথ নিরাপদ নয়।

এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।

এদিকে পঞ্চগড়ে করতোয়া নদীতে ট্রলার ডুবিতে ব্যাপক সংখ্যক প্রাণহানীর ঘটনায় একইভাবে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব মো, মুজিবুল হক চুন্নু।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ