স্বপ্নের ক্যাম্পাস গড়তে চান সাদিক, ভুল শুধরে দেওয়ার আহ্বান ফরহাদের

সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, ‘যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস হিসেবে গড়ে তুলব।’ বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ভিপি সাদিক কায়েম বলেন, যারা একসাথে নির্বাচন করেছেন তাঁরা প্রত্যেকে উপদেষ্টা। তাঁরা আমাদের পরামর্শ দেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী বাংলাদেশের স্বপ্ন দেখবেন জানিয়ে তিনি আরও বলেন, জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে।

গতকালের ডাকসু নির্বাচনে দায়িত্বপালনকালে মারা যাওয়া সাংবাদিক ও তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান সাদিক কায়েম। পুরো নির্বাচনে দায়িত্বরত সব গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ জানান তিনি।

অন্যদিকে জিএস নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে ছাত্রশিবিরের নেতা এস এম ফরহাদ বলেছেন, ‘আমার দিক থেকে ব্যক্তিগত অবজারভেশন হচ্ছে জিএস হিসেবে নির্বাচিত হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের বিজয়। এটি ব্যক্তি ফরহাদের বিজয় হিসেবে দেখার কোনো সুযোগ নাই।’

তিনি আরও জানান, সব শিক্ষার্থীর আমানত তাঁদের নবনির্বাচিত নেতৃত্বের ওপর অর্পিত হয়েছে। যে কয়দিন তাঁরা দায়িত্বে থাকবেন সে কয়দিন যদি ভুল কিছু করে থাকেন তবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা যেন শুধরে দেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ