স্বদেশ-বিদেশ পত্রিকার চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিনের নতুন বছরের শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট: ইতালির জনপ্রিয় অনলাইন পত্রিকা স্বদেশ বিদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন বাংলা নববর্ষ উপলক্ষে ইতালিসহ বিশ্বের সকল বাংলা ভাষাভাষী মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

এক শুভেচ্ছা বাণীতে হাজী মোঃ জসিম উদ্দিন বলেন, বাংলা ১৪২৯ সাল সকলের জীবনে বয়ে আনুক সুখ শান্তি ও অনাবিল আনন্দ। পুরনো গ্লানি এবং বিদ্বেষ ভুলে সমাজ এবং দেশের উন্নয়নে প্রবাসীদের আরো বেশি সক্রিয় হবার আহ্বান জানান নতুন বছরকে সামনে রেখে। বলেন, দীর্ঘ দুই বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারীর কারণে আমরা বর্ণাঢ্য রূপে বাংলা নতুন বছরকে বরণ করতে পারছিনা। তবে নতুন বছরের আবেগ এবং উচ্ছ্বাস আমাদের মধ্যে রয়েছে। সকল নারী পুরুষ এবং নতুন প্রজন্মের প্রতিও তিনি বাংলা নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
স্বদেশ-বিদেশ সম্পর্কে চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বাংলা ভাষাকে প্রবাসে বেড়ে ওঠার নতুন প্রজন্মের মাঝে আরো বেশি করে ছড়িয়ে দেবার কাজ করবে পত্রিকাটি। নতুন বছরে তিনি পত্রিকার সম্পাদক সাংবাদিকসহ কলাকুশলীদেরও শুভেচ্ছা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ