স্পেন প্রতিনিধি:স্পেনের রাজধানী মাদ্রিদে সুনামগঞ্জ জেলা বাসীর এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে | মাদ্রিদের বাংলাদেশী অধ্যুষিত এলাকায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এ সভায় মাদ্রিদে বিভিন্ন পর্যায়ের সুনামগঞ্জজেলার নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন | সবাই বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন , মোঃ তুহিন আহমেদ, এইচ এম দবির তালুকদার
আব্দুর রশিদ,মাওলানা মুজিবুর রহমান ,রায়হান মিয়া ,আব্দুল আজিজ,আবু তাহের মিসবাহ ,হারুন মিয়া ,আলি নুর, মুকিত মিয়া ,মাসুদুর আহমেদ ,হেলাল মিয়া ,শাহ আলী ,মোঃ হাবিবুর রহমান ,খসরু মিয়া ,নাজিম উদ্দিন সুমন প্রমুখ
আজিম উদ্দিন, গিয়াস উদ্দিন প্রমুখ |অনুষ্ঠানে বক্তারা গ্রেটার সিলেট এসোসিয়েশনকে আরো শক্তিশালী, বেগবান এবং কার্যকরী করতে সুনামগঞ্জ আশেকে উদ্যোমে কাজ করার আহ্বান জানান |
