বকুল খান ,স্পেন :
আনন্দ উৎসবের দিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদসহ অন্যান্য শহরে সোমবার ঈদ-উল-ফিতর উদযাপিত হয়েছে |করোনার দুইবছর পর বিধিনিষেধ শিথিল হাওয়ায় এবারের ঈদ উৎসবের আমেজে উদযাপিত হয়েছে।ব্যাপক উৎসাহ উদ্দীপনায় প্রবাসীদের ভীড় লক্ষ্য করা গেছে সর্বত্র।
করোনার কারণে গত বছর ঈদুল ফিতরের নামাজ মসজিদে পরিবার পরিজন নিয়ে আদায় করতে হয়েছে |এবার খোলা মাঠে ঈদের নামাজআদায় করতে পেরে মুসুল্লিরা সন্তোষ প্রকাশ করেন ,তারা দারুণ খুশি এবার । ঈদ জামাতে প্রবাসী মহিলারাও অংশ নেন |সারা বছর ঘুরে ঈদের দিনে বাংলাদেশী অধ্যুষিত লাভাপিয়েছে এলাকা ঈদের নামাজের পর বাংলাদেশীদের পদচারণায় মুখরিত থাকে |এই এলাকায় বৃহৎ জামাত অনুষ্টিত হয় ক্যাসিনো পার্কে । এতে শায়খ হাসান বিন মোহাম্মদুল্লাহ প্রথম জামাতে ইমামতি করেন সকাল আটটায়।
সকাল নয়টায় দ্বিতীয় জামাতে ইমামতি করেন শেখ আলী |অপর বাংলাদেশী অধ্যুষিত এলাকা সান ক্রিষ্টবাল আল আমান জামে মসজিদ ঈদের জামাত অনুষ্ঠিত হয় |
প্রায় দশ হাজার বাংলাদেশী মুসল্লি নামাজ আদায় করেন এবারের ঈদুল ফিতরে।
পরিবার পরিজনহীন প্রবাসীরা একে অপরকে পেয়ে আনন্দ ,- উচ্ছ্বাসে মেতে উঠেন |
এ সময় মুসল্লিদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন ,স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ ,উপ মিশন প্রধান আব্দুর রউফ মণ্ডল , বাংলাদেশ মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার ,বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুনসহ শীর্ষস্থানীয় কমিউনিটি নেতারা। তারা পরস্পরের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন |এছাড়াও পর্যটন নগরী বার্সেলোনা ,মালাগা ,গ্র্যান্ড ক্যানারিয়া তে বাংলাদেশিরা ঈদের জামাতে নামাজ আদায় করেন| স্পেনের সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয় এম_৪০ ভেন্তাস মসজিদে ,সৌদির সরকারের অর্থায়নে নির্মিত সেন্ট্রাল মসজিদে বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিকরা নামাজ আদায় করে থাকেন |
,
ছবি