স্থগিতকৃত উচ্চমাধ্যমিক পরীক্ষা আলাদা তারিখে নেয়া হবে

অনিবার্য কারণবশত উচ্চমাধ্যমিকের স্থগিত করা পরীক্ষা সমূহ আলাদা তারিখে নেয়ার সিদ্ধান্তের কথা জানিয়ছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। স্থগিত হওয়া পরীক্ষার নতুন সূচিও প্রকাশ করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর এসএম কামাল উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ১০-০৭-২০২৫ তারিখের উচ্চমাধ্যমিক পরীক্ষা আগামী ১২-০৮-২০২৫ তারিখে নেয়া হবে। এছাড়া ১৭-০৭-২৫ তারিখের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪-০৮-২০২৫ তারিখে।

এছাড়া ২২-০৭-২০২৫ তারিখের পরীক্ষা নেয়া হবে ১৭-০৮-২০২৫ তারিখে এবং ২৪-০৭-২০২৫ তারিখের পরীক্ষা নেয়া হবে ১৯-০৮-২০২৫ তারিখে।

বলা হয়, ১৯-০৮-২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস-১ম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখ সকাল ৯.০০ টায় মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন। ড্রইং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে। তবে প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র কোড শিরোনামপত্রে এবং যাবতীয় কাগজপত্রে ব্যবহার করতে হবে।

অন্যান্য সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষার বিষয়ে বলা হয়, ২১-০৮-২০২৫ হতে ৩১-০৮-২০২৫ তারিখ পর্যন্ত। (উল্লিখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং ০৩-০৯-২০২৫ তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র, স্বাক্ষরলিপি ও অন্যান্য কাগজপত্রাদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে)।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ