স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, তিন যুবক কারাগারে

লক্ষ্মীপুরের রায়পুরে ৭ম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণের পর ধর্ষণের ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর ভিকটিমকে উদ্ধারের পর মূল অভিযুক্তসহ ৩ যুবককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত তিন যুবক হলেন- মূল আসামি নজরুল ইসলাম (২২), তার সহযোগী মো. আবদুল আজিজ অরিন (২২) ও রবিউল ইসলাম রাব্বি (২৩) । তাদের সকলের বাড়ি রায়পুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাঞ্চনপুর ও দেনায়েতপুর গ্রামে।

অপহরণের ৭২ ঘণ্টা পর ঢাকার সাভারের আশুলিয়া থানার কবিরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে ওই স্কুলছাত্রীকে বৃহস্পতিবার রাতে উদ্ধার করা হয়।

রায়পুর থানার ওসি শিপন বড়ুয়া যুগান্তরকে বলেন, এ ঘটনায় শুক্রবার দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন। তাদের গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ