সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ করতে যাওয়া আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শুক্রবার ঢাকার তপন খন্দকার (৬১) নামে একজন মারা যান। আগেরদিন বৃহস্পতিবার মারা যান সিরাজগঞ্জের রফিকুল ইসলাম (৪৭)।

এ নিয়ে এ বছর হজ করতে গিয়ে ১০ জনের মৃত্যুর তথ্য জানাল মন্ত্রণালয়।

মারা যাওয়া বাংলাদেশিদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী। এদের মধ্যে আটজন মক্কায় এবং দুজন মদিনায় মারা গেছেন।

বাংলাদেশ থেকে এ বছর সরকারিভাবে ৪ হাজার ১১৫ জন এবং বেসরকারিভাবে ৫৫ হাজার ৮৮৫ জন হজ করার সুযোগ পাচ্ছেন।

গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরুর পর এ পর্যন্ত ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ১৪ জুলাই। বাংলাদেশিদের নিয়ে ফিরতি শেষ ফ্লাইট ৪ আগস্ট।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ