সোহানদের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড ‘এ’ দল

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে জাতীয় দলের ছায়াদল নিয়ে খেলছে বাংলাদেশ। ‘এ’ দলে জায়গা পাওয়া বাংলাদেশের ১৫ জনের ১৪জনই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। ওই দল নিয়ে সিলেটে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড ‘এ’ দল ৩৪.৩ ওভারে ১৪৭ রান করে অলআউট হয়ে যায়। ওপেনার রিস মারিউ ৫১ বলে ৪২ রানের ইনিংস খেলেন। টপ ও মিডল অর্ডারের পরের চার ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হন। তারা শূন্য করে ফিরে যান।

ওপেনার ডেল ফিলিপস ৮ বল খেলে শূন্য করেন। তিনে নামা ম্যাট বয়লি ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। চারে নামা পাকিস্তানি বংশোদ্ভূত পেস অলরাউন্ডার মোহাম্মদ আব্বাস ২ বল খেলে ডাক মারেন এবং পাঁচে নামা অধিনায়ক নিক কেলি ৯ বল খেলে শূন্য রান নিয়ে আউট হন।

নিউজিল্যান্ড ‘এ’ দল ১৩ রানে হারায় ৪ উইকেট। সেখান থেকে সাতে ব্যাট করতে নামা ডিন ফক্সক্রপ ৬৪ বলে ৭২ রানের ইনিংস খেলে রান সম্মানজনক স্থানে নিয়ে যান। লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু পেয়েও আউট হয়ে যান ওপেনার নাঈম শেখ ও পারভেজ ইমন। তারা যথাক্রমে ১৮ ও ২৪ রান করেন। ইমন ১২ বল খেলে ছয়টি চারের শটে ওই রান তোলেন। তিনে নামা এনামুল হক বিজয় ৪৫ বলে ৩৮ রান করে সাজঘরে ফিরে যান।

বিপিএলের পর দারুণ ডিপিএল মৌসুম কাটানো উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন চারে ব্যাট করতে নেমে ৬১ বলে তিন ছক্কা ও এক চারে ৪০ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন। তার সঙ্গে অধিনায়ক নুরুল হাসান খেলেন অপরাজিত ২০ রানের ইনিংস। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বল হাতে খালেদ আহমেদ ও তানভীর ইসলাম তিনটি করে উইকেট নেন। শরিফুল ইসলাম ও এবাদত হোসেন নেন দুটি করে উইকেট।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ