আফজাল হোসেন রোমান:ইতালি আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন জাতীয় শ্রমিক লীগ ইতালি শাখার কমিটি গঠনকল্পে এক সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতালির রাজধানী রোমে। সংগঠনের আহ্বায়ক মঞ্জুর আহমেদ ও সদস্য সচিব মোল্লা মোহাম্মদ ইলিয়াসের আহবানে আগামী ১০ এপ্রিল ‘২০২৩ সোমবার এই সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এছাড়াও সদস্য ফরম বিতরণ ও সদস্য সংগ্রহের পরিকল্পনার কথাও জানিয়েছেন নেতারা। এই সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহনের জন্য ইতালি আওয়ামী লীগ ও তার অঙ্গ, সহযোগী সংগঠনের সকলকে আমন্ত্রণ জানিয়েছেন নেতৃবৃন্দ। উল্লেখ্য, আলোচনা সভাটি রোমের তরপিনাত্তারাস্থ রসই রেস্টুরেন্টের হলরুমে বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।
