কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা এক পর্যটককে ছুরিকাঘাত করে ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় চার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ট্যুরিস্ট পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া ক্যামেরাটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার চারজন হলেন- ইফতেখার হোসেন নাবিল, ইয়াসিন, মো. রুবেল ও মো. ইব্রাহিম ওরফে সাগর।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বন্ধুদের সঙ্গে কক্সবাজারে এসে গত ২৩ আগস্ট ভোরে ঘুরতে বের হন সুমন নামে এক পর্যটক। এ সময় তিনি সুগন্ধা পয়েন্টের হান্ডি রেস্টুরেন্টের সামনে সাতজনের একদল ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ডিএসএলআর ক্যামেরাটি ছিনিয়ে নিয়ে যায়। ছুরিকাঘাতে আহত ওই পর্যটককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ট্যুরিস্ট পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম আরও জানান, ছিনতাইকারীরা ঘটনাস্থলে তাদের একটি মুঠোফোন ফেলে যায়। সেই মুঠোফোনের সূত্র ধরে ছিনতাইকারী ইফতেখার হোসেন নাবিলকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে আরও তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ছিনতাইয়ের শিকার পর্যটকের এক বন্ধু বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেছেন। ঘটনায় জড়িত অন্য তিন ছিনতাইকারীকেও গ্রেফতারের চেষ্টা চলছে।