সুষ্ঠু নির্বাচন সবার অধিকার: যুক্তরাষ্ট্র

আইনের শাসন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, ভয়হীন মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের ভিত্তি। এগুলো সবার অধিকার।

শনিবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক ‘মিডিয়া নোটে’ এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সাধারণ মানুষ ও বেসরকারি সংস্থাগুলো গণতন্ত্রের মূলনীতিকে রক্ষা করে গণতান্ত্রিক পরিবেশকে প্রাণবন্ত রাখে। জাতিসংঘের মানবাধিকার ঘোষণায় নাগরিকদের সমালোচনামূলক ভূমিকা ও বহুত্ববাদী সুশীল সমাজকে উৎসাহিত করা হয়েছে।

‘জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৯৮ সালে সবার ঐকমত্যে গৃহীত ঘোষণায় বলা হয়েছে, ব্যক্তিগত এবং সম্মিলিতভাবে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার, মৌলিক স্বাধীনতার সুরক্ষার অধিকার প্রত্যেকের আছে। প্রতিশোধের ভয় ছাড়াই মানবাধিকার রক্ষার কাজ করতে প্রতিটি দেশে জনগণকে স্বাধীন সুযোগ থাকতে হবে।’

মিডিয়া নোটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘কোনো গণতন্ত্রই নিখুঁত নয়, কোনো গণতন্ত্রই কখনো চূড়ান্ত নয়। দৃঢ়প্রতিজ্ঞ হয়ে অবিরাম কাজের মাধ্যমেই প্রত্যাশিত সফলতা আসে।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ