ভারতের বিপক্ষে হারটি ব্যাকফুটে ফেলে দিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলকে। প্রতি ম্যাচই এখন ফাইনাল ধরে খেলতে হচ্ছে মাহবুবুর রহমান টিটুর শিষ্যদের। বুধবার যেমন নেপালের বিপক্ষে হারলেই শেষ হতো শিরোপার লড়াই। সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ওই ম্যাচে সুরভী আকন্দের হ্যাটট্রিকে ৪-১ গোলে জিতেছে বাংলাদেশ।
এই জয়ে শিরোপার আশা টিকে রইল বাংলাদেশের মেয়েদের। তারা পরবর্তী দুই ম্যাচ খেলবে ভুটান ও ভারতের বিপক্ষে। ভুটানের বিপক্ষে সহজে জেতার প্রত্যাশা করতে পারে মেয়েরা। ওই ম্যাচে জিতলে শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জমতে পারে শিরোপার লড়াই। এবারের সাফে একে অপরের বিপক্ষে দু’বার মুখোমুখি হওয়ার পর সর্বাধিক পয়েন্ট পাওয়া দল চ্যাম্পিয়ন হবে।
থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ৩৮ মিনিটে প্রথম লিড নেয় বাংলাদেশের মেয়েরা। চোখ ধাঁধাঁনো ড্রিবলিংয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ১০ নম্বর জার্সিধারী থুইনু মারমা জালে বল পাঠায়। প্রথমার্ধের শেষ সময়ে ২-০ গোলের লিড নেয় বাংলাদেশ। যোগ করা সময়ে মামনি চাকমা পাস ধরে দলের দ্বিতীয় ও নিজের প্রথম দল করে সুরভী।
তবে ওই লিড ধরে রেখে প্রথমার্ধ শেষ করতে পারেনি টিটুর দল। শেষ বাঁশির ঠিক আগে এক গোল শোধ করে নেপালের মেয়েরা। প্রথমার্ধ শেষ হয় ২-১ গোলে। ম্যাচে ফিরতে মরিয়া নেপালকে হতাশ করে ৭১ মিনিটে লিড ৩-১ করে ফেলে বাংলাদেশ। ম্যাচের ভাগ্য একপ্রকার নির্ধারণ করে ফেলেন সুরভী। ৮৬ মিনিটে পূর্ণিমা মারমার ক্রসে হ্যাটট্রিক করেন সুরভী। নিশ্চিত করেন দলের বড় জয়।
চার ম্যাচে বাংলাদেশের পয়েন্ট এখন ৯। ৩ ম্যাচে ভারতের পয়েন্ট ১২। তারা ভুটানের মুখোমুখি হয়েছে। ম্যাচটিতে জিতলে ১২ পয়েন্ট হবে তাদের। ২৯ আগস্ট বাংলাদেশ ভুটানকে এবং ভারত নেপালকে হারাতে পারলে ৩ পয়েন্টে এগিয়ে থাকবে তারা। শেষ ম্যাচে ভারতকে বাংলাদেশ হারাতে পারলে গোল ব্যবধানে হবে শিরোপা নির্ধারণ।





