সুইডেনে কুরআন অবমাননা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর ক্ষোভ

সুইডেনে পবিত্র কুরআন অবমাননার ঘটনায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো ক্ষোভ প্রকাশ করেছে। শুক্রবার জুমা’র নামাজের পর সড়কে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে অনেক দেশে।

গত বৃহস্পতিবার সুইডেনের পুলিশ বিক্ষোভের অনুমতি দিলে স্টকহোমে বসবাসকারী একজন ইরাকি খ্রিস্টান, দেশটির দূতাবাসের বাইরে ইসলামের পবিত্র গ্রন্থ কোরআনকে লাথি মারে এবং তার ওপর দাঁড়িয়ে থাকে। এর পর ইরান, ইরাক এবং লেবাননের ক্ষুব্ধ মানুষ বিক্ষোভ শুরু করে।

এদিকে সুন্নি শাসিত উপসাগরীয় আরব দেশ সৌদি আরব এবং কাতার কুরআন অবমাননার নিন্দা জানাতে সুইডেনের কূটনীতিকদের তলব করে। এ ছাড়া তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এর সমালোচনা করেছে।

ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন সূত্রে জানা গেছে, সুইডেনে ইরাকি খ্রিস্টান ব্যক্তিদের দ্বারা সংঘটিত কুরআন অবমাননার এটি দ্বিতীয় ঘটনা। এ ঘটনা সংশ্লিষ্ট ব্যক্তির নাম সালওয়ান মোমিকা বলে শনাক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ