সীমান্তে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ যুবক আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ ইব্রাহিম খলিল (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার (০১ এপ্রিল)   উপজেলার মাটিলা বিওপির লেবুতলা গ্রামের হাতির মোড় থেকে তাকে আটক করা হয়।

আটক ইব্রাহিম খলিল মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে স্বর্ণ আনা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় মোটরসাইকেলসহ আটক করা হয় ইব্রাহিম খলিলকে। পরে তার কাছ থেকে ১২ কেজি ৫৩০ গ্রাম ওজনের ৯৮টি ছোট ও ১টি বড় স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আটক ইব্রাহিম খলিলকে মহেশপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ