সারাদেশে চলছে বিশেষ বুস্টার ডোজ কার্যক্রম

এক কোটি মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্য নিয়ে সপ্তাহব্যাপী বিশেষ কোভিড টিকাদান কার্যক্রম শুরু করেছে সরকার।

সারাদেশে ১৬ হাজার ১৮১টি টিকাদান কেন্দ্রে শনিবার সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তররের করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে সারাদেশে ১ কোটি ৪১ লাখ ৭৭ হাজার মানুষকে, যাদের দ্বিতীয় ডোজ টিকা প্রদানের চার মাস অতিক্রম করেছেন, তাদের এই বুস্টার ডোজ দেওয়া হবে। আমরা আশা করছি, আমাদের এই লক্ষ্যমাত্রা পুরণ করতে সক্ষম হব।

বিশেষ এই কর্মসূচিতে ৪৫ হাজার ৫৩৫ জন টিকাদান কর্মী ও স্বেচ্ছাসেবী নিয়োজিত রয়েছেন।

ডা. শামসুল হক জানান, টিকা কার্ড সঙ্গে না থাকলে বুস্টার ডোজ নেওয়া যাবে না। সবাইকে টিকা কার্ড সঙ্গে আনতে হবে।

স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান অনুযায়ী, দেশে এই পর্যন্ত ১ কোটি ৫৫ লাখ ৬১ হাজার মানুষকে কোভিড টিকার তৃতীয় বা বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৯ শতাংশ মানুষ বুস্টার ডোজ পেয়েছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ