সাবেক ইউএফসি মুষ্টিযোদ্ধা কেভিন লি’র ইসলাম গ্রহণ

আমেরিকান মিক্সড মার্শাল আর্টিস্ট এবং সাবেক ইউএফসি মুষ্টিযোদ্ধা কেভিন লি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি তিনি নিজেই এ কথা জানিয়েছেন। একইসাথে জানিয়েছেন, একজন মুসলিম হিসেবে জীবনে তিনি দারুণ তৃপ্তি অনুভব করছেন।

৩০ বছর বয়সী কিভেন লি ২০২১ সালে ইসলাম গ্রহণ করলেও গত ১০ জানুয়ারির আগে তিনি তা প্রকাশ করেননি।

কেভিন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লেখেন, মুসলিম হওয়ার পর থেকে আমি অনেকের কাছ থেকেই সমর্থন পেয়েছি। মোবাইল বার্তা ও টেলিফোন কলে তারা তাদের ভালোবাসা জানিয়েছেন। তাদের এ আন্তরিকতায় আমি দারুণ মুগ্ধ।

কেভিন বলেন, ‘সবই আল্লাহর ইচ্ছায় হয়। আমি গর্বিত যে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছি।’

অপর এক টুইটবার্তায় কেভিন বলেন, যেহেতু আমি কিছু প্রশ্নের মুখোমুখি হচ্ছি, তাই বিষয়টি স্পষ্ট করার জন্য জানাচ্ছি যে আমি ২০২১ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করি। কিন্তু এতদিন তা প্রকাশ্যে বলা হয়নি।

তিনি বলেন, ‘আমি খুব শিগগিরই একটি পডকাস্ট শুরু করতে চাই, যাতে আমি সেখানে আরো গভীরভাবে কথাগুলো বলতে পারি।’

কেভিন এখন খাবিব নুরমাগোমেডভ ঈগল এফসি’র পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি মনে করেন, মুসলিমদের সাথে ঘনিষ্ঠভাবে চলাচল করায় তাদের সাথে গভীর সুসম্পর্ক তৈরি হয়েছে।

তিনি বলেন, আমার ইসলাম গ্রহণের পেছনে আমার সাবেক ম্যানেজার মার্কেল মার্টিনের ভূমিকা রয়েছে। এখনো তার সাথে আমার যোগাযোগ রয়েছে।

এদিকে, ইএসপিএনের সাথে এক সাক্ষাতকারে কেভিন বলেন, ‘আমি এখন মুসলিম। ইসলাম আমার হৃদয়ের মনিকোঠায় আসন করে নিয়েছে। মুসলিমদের সাথে চলাফেরা ও কথাবার্তায় আমি এখন নতুন বন্ধনে জড়িয়েছি। এখন আলী নামের আমার এক বন্ধু আছে। তার সাথে আমার দীর্ঘদিনেরই সম্পর্ক ছিল। আমরা একসাথে প্রশিক্ষণ নিয়েছি। আমরা একে অন্যের প্রতি গভীর শ্রদ্ধাশীল।’

সূত্র : সিয়াসাত ডেইলি

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ