ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে ফরচুন বরিশালকে জিতিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। হার দিয়ে শুরুর পর টানা তিন ম্যাচে জয় তুলে নিলো তারা। অন্যদিকে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স বের হতে পারছে না পরাজয়ের বৃত্ত থেকে। সাকিবদের কাছে হেরে হ্যাটট্রিক করলো ইমরুল কায়েসের দল।
চট্টগ্রাম পর্বের দ্বিতীয় দিন শনিবার (১৪ জানুয়ারি) টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ১৭৭ রান করে বরিশাল। রান তাড়া করতে নেমে ৭ উইকেটে ১৬৫ রানে থামে কুমিল্লার ইনিংস। ১২ রানে জিতে ৪ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বরিশাল। এক ম্যাচ কম খেলে শূন্য পয়েন্ট নিয়ে কুমিল্লার অবস্থান সবার শেষে।