সাংবাদিক শাওন আহমেদ “জিরো থেকে হিরো’

ডেস্করিপোর্ট : ইতালি প্রবাসী সাংবাদিক, বাংলা টিভির ইতালি ব্যুরো প্রধান শাওন আহমেদ “জিরো থেকে হিরো’-শিরোনামের টেলিভিশন অ্যাওয়ার্ড পেয়েছেন। ইতালীসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সফলতা, ব্যর্থতা, সুখ-দু:খ, সামাজিক- রাজনৈতিক ও বিভিন্ন বিষয়ের উপর প্রতিবেদন (কনটেন্ট) তৈরী করে তিনি এই অ্যাওয়ার্ডে ভূষিত হন।শাওন আহমেদ দীর্ঘদিন ধরে বাংলা টিভিতে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশের এবং বহির্বিশ্বে কর্মরত সাংবাদিকদের রিপোর্টের ওপর ভিত্তি করে পরিচালিত জরিপে শাওন আহমেদ প্রবাসী সাংবাদিক হিসেবে এই পুরস্কারটি পান। প্রবাসে সাংবাদিক শাওন আহমেদ একমাত্র ব্যক্তি এই সম্মানে ভূষিত হলেন। বাংলা টিভির পক্ষ থেকে বেষ্ট কনটেন্ট ক্রিয়েটর হিসাবে শাওন আহমেদকে এই এওয়ার্ড দেয়া হয়। শাওন আহমেদ এবারের যে প্রতিবেদনের প্রেক্ষাপটে এওয়ার্ড পান সেটির শিরোনাম হলো “জিরো থেকে হিরো“শাহন আহমেদ পরিষ্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় বললেন, আমরা যারা প্রবাসে সাংবাদিকতার সাথে জড়িত তাদেরকে আরো দায়িত্বশীল হয়ে বেশি বেশি কনটেন্ট তৈরি করতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলা টিভির চেয়ারম্যান সৈয়দ সামাদুল হকের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি সাংবাদিকদের উৎসাহিত করতে এই উদ্যোগ গ্রহণ করেছেন। এটা একটি ইতিবাচক পদক্ষেপ। ভবিষ্যতে তিনি প্রবাসী বাংলাদেশীদের নিয়ে আরও বেশি প্রতিবেদন তৈরি করবেন বলে জানান সিনিয়র এই সাংবাদিক।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ