সাংবাদিক শাওন আহমেদ ও রাসেল আহমেদের বোনের মৃত্যুতে বাংলা প্রেসক্লাব ইতালির শোক প্রকাশ

ইতালি প্রতিনিধি :বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি শাওন আহমেদ ও অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক রাসেল আহমেদের বোন শম্পা আক্তার আনু দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বাংলাদেশে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন). মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি স্বামী কাজল ইসলাম এবং এক ছেলে, এক মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে বাংলা প্রেস ক্লাব ইতালির নির্বাহী পরিষদ গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানিয়েছে গভীর সমবেদনা। এক যুক্ত বিবৃতিতে বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির এবং প্রচার সম্পাদক মিনহাজ হোসেন মরহুমার রুহের মাগফেরাত কামনা করছেন এবং আল্লাহর দরবারে তার বেহেস্তে নসিব প্রত্যাশা করছেন।
শম্পা আক্তার আনু বাংলাদেশের নরসিংদীতে বৃহস্পতিবার ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী কাজল ইসলাম, এক ছেলে এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দুপুরে মরহুমার দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে সাংবাদিক শাওন আহমেদ এবং রাসেল আহমেদ তাদের বোনের রুহের মাগফেরাত কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ