ডেস্ক রিপোর্ট:একটি সংবাদকে কেন্দ্র করে জার্মানির নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের পক্ষ থেকে সিনিয়র সাংবাদিক জার্মান বাংলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা খান লিটনের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হয়েছে।
তিন যুগেরও বেশী সময় ধরে বাংলা মিডিয়ায় কাজ করছেন খান লিটন।তার প্রতি আইনী নোটিশ পাঠানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশে কর্মরত সাংবাদিকরা। তারা বলছেন, একজন সাংবাদিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পর তার কোন প্রতিবাদ না পাঠিয়ে সরাসরি উকিল নোটিশ পাঠানো নিন্দনীয়। এতে স্বাধীন সাংবাদিকতা বিঘ্নিত হয়।
ইতালীর সাংবাদিক পরিবার মনে করে, জার্মানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত একজন সিনিয়র সাংবাদিকের বিরুদ্ধে এভাবে উকিল নোটিশ পাঠাতে পারেন না। সাংবাদিক পরিবার অবিলম্বে ওই উকিল নোটিশ প্রত্যাহার করে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেবে। ইতালি ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে সাংবাদিকরা এই ঘটনার নিন্দা এবং প্রতিবাদ অব্যাহত রেখেছেন।
