ডেস্ক রিপোর্ট: জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে,,, রাজিউন)। প্রথিতযশা এই সাংবাদিকের মৃত্যুতে বাংলা প্রেস ক্লাব ইতালি গভীর শোক প্রকাশ করেছে। এক শোক বার্তায় সংগঠনটি জানিয়েছে, সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী সরকারি সংবাদ সংস্থা বিএসএস-এ দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন।
বাংলাদেশের সাংবাদিকদের প্রাণকেন্দ্র জাতীয় প্রেসক্লাবের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ছাড়াও সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন সকলের কাছে।
এছাড়াও প্রবাসী সাংবাদিকরাও মরহুম কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে সুখ প্রকাশ এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক প্রকাশ করেছেন সাংবাদিক হাসান মাহমুদ, আফজাল হোসেন রোমান, এম ডি রিয়াজ হোসেন, মোঃ আসলামুজ্জামান, মালিক মঞ্জুর, নাজমুল হোসেনসহ আরো অনেকে।
