সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণে ভাতা ও সম্মানী দ্বিগুণ

সরকারি কর্মচারীদের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণে প্রশিক্ষণার্থী ভাতা দ্বিগুণ করেছে সরকার। পাশাপাশি প্রশিক্ষকদের সেশনভিত্তিক সম্মানীও সর্বোচ্চ ১ হাজার ১০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। এতে সই করেন বিভাগের উপসচিব মর্জিনা আক্তার।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, তৃতীয় গ্রেড বা যুগ্ম সচিব ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা প্রশিক্ষক হিসেবে প্রতি ঘণ্টার সেশনে পাবেন ৩ হাজার ৬০০ টাকা সম্মানী, যা আগে ছিল ২ হাজার ৫০০ টাকা। চতুর্থ ও পঞ্চম গ্রেডভুক্ত (উপসচিব ও তদনিম্ন) কর্মকর্তারা পাবেন ৩ হাজার টাকা, যা আগে ছিল ২ হাজার টাকা।

প্রশিক্ষণার্থীদের ক্ষেত্রে গ্রেড-৯ ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এতদিন পেতেন ৬০০ টাকা করে দৈনিক প্রশিক্ষণ ভাতা। এখন সেটি বাড়িয়ে করা হয়েছে ১ হাজার ২০০ টাকা। গ্রেড-১০ ও তদনিম্ন পর্যায়ের কর্মচারীদের ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে।

এ ছাড়া কোর্স পরিচালকের দৈনিক সম্মানী ১ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার টাকা, কোর্স সমন্বয়কের সম্মানী ১ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা এবং সাপোর্ট স্টাফদের সম্মানী ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব ভাতা ও সম্মানী শুধুমাত্র মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর ও দপ্তরের নিজস্ব কর্মচারীদের বিষয়ভিত্তিক অভ্যন্তরীণ প্রশিক্ষণের ক্ষেত্রে প্রযোজ্য হবে। মাঠপর্যায়ের কর্মচারীদের জন্য সদর দপ্তর থেকে আয়োজিত প্রশিক্ষণে এই হার প্রযোজ্য নয়।

এছাড়া প্রশিক্ষণ দিনব্যাপী না হলে দুপুরের খাবারের জন্য অতিরিক্ত ব্যয় করা যাবে না। প্রকল্পের আওতায় পরিচালিত প্রশিক্ষণেও এই স্মারক প্রযোজ্য হবে না। গ্রেড বলতে মূল বা সাবস্টেনটিভ গ্রেড বোঝানো হয়েছে।

প্রজ্ঞাপন জারির তারিখ থেকেই পুনর্র্নিধারিত এই হার কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ