সমাবেশে গিয়ে অর্ধশতাধিক নারী অসুস্থ

দশমিনায় নারী সমাবেশে গিয়ে প্রখর রোদে অর্ধশতাধিক নারী অসুস্থ হয়ে পড়েন। তারা স্থানীয়ভাবে চিকিৎসা সেবা নিয়েছেন। শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মাঠে এ ঘটনা ঘটে।

জানা যায়, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ভিজিডি, বিধবা, প্রতিবন্ধী, বৃদ্ধ ও মাতৃত্বকালীন ভাতাপ্রাপ্ত সুফলভোগী নারীদের নিয়ে নারী সমাবেশের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ। ওই সমাবেশে চরাঞ্চলসহ উপজেলার প্রত্যন্ত এলাকার হাজার হাজার নারী উপস্থিত হন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজীজের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এসএম শাহজাদা।

সমাবেশে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচণ্ড রোদ ও গরমের কারণে নারীরা অসুস্থ হয়ে পড়েন। এতে ভীতিকর পরিস্থিত সৃষ্টি হয়।

সাবেক ছাত্রলীগ নেতা রাব্বানি ইসলাম অমি খান যুগান্তরকে বলেন, গরমের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়েন। কয়েকজনকে সুস্থ করেছি। বাকিদের দশমিনা হাসপাতালে পাঠানো হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজীজ যুগান্তরকে বলেন, ‘কেউ যদি অসুস্থ হয় তাদের চিকিৎসা করাতে বলা হয়েছে। হাসপাতালে ভর্তি হলে আমরা তাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করব। আর এটা নিউজ করার কোনো বিষয় না।’

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদার মোবাইলে ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ