আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে মন্তেভেরদে আওয়ামীলীগ

আফজাল হোসেন রোমান: ইতালির রাজধানী রোমের মন্তেভেরদে’র স্থানীয় একটি হলরুমে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে মন্তেভেরদে আওয়ামীলীগ। এতে সভাপতিত্ব করেন মন্তেভেরদে আওয়ামীলীগের আহ্বায়ক হামিদুর রহমান বুলেট।রিয়াজ উদ্দিন আহমেদ ও ফরহাদুল ইসলাম রতনের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যাক্তিত্ব মোঃ মফিজ তালুকদার। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন মন্তেভেরদে বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম।
আওয়ামীলীগ নেতা শাহীন হোসেনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিমন হোসাইন, মোঃ আনোয়ার হাওলাদার, ইরন খান হিরু, মহিন উদ্দিন এবং রিয়াজুল ইসলাম। এতে বক্তব্য রাখেন শুভ মজুমদার, পল্লব ভূঁইয়া, মনির হোসাইন, কাওসার আহমেদ, মোঃ শিমুল আহমেদ, মামুন আহমেদ, রিয়াজুল ইসলাম, শাহাবুদ্দিন, টিটু, রুবেল আজহারীসহ আরও অনেকে।
বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, আমাদের নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার ইতিহাস তুলে ধরে তাদেরকে বাংলা ভাষার চর্চায় উৎসাহিত করতে হবে। এটা আমাদের দায়িত্ব৷
স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা এতে অংশ নেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ