সবার আগে প্লে-অফে সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরের প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল সিলেট সিক্সার্স।

মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলটি সোমবার নিজেদের দশম ম্যাচে হারায় খুলনা টাইগার্সকে। এদিন জয়ের মধ্য দিয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট অর্জন করে সিলেট।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগার্সকে ৩১ রানে হারায় সিলেট।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে সিলেট। দলের হয়ে ৪৯ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৭৪ রানে ফেরেন হৃদয়। ৩৮ বলে দুই চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫৩ রান করেন জাকির।

ইনিংসের শেষদিকে রীতিমতো তাণ্ডব চালান রায়ান বুর্ল ও থিসেরা পেরেরা। রায়ান ১১ বলে এক চার আর ২টি ছক্কার সাহায্যে ২১ রানে অপরাজিত থাকেন। ৭ বলে দুই চার আর এক ছক্কায় ১৭ রান করেন পেরেরা।

তাওহিদ হৃদয় ও জাকির হাসানের ফিফটি আর রায়ান বুর্ল-থিসেরা পেরেরার ব্যাটিং তাণ্ডবে ৪ উইকেট হারিয়ে ১৯২ রানে পৌঁছায় সিলেট।

টার্গেট তাড়া করতে নেমে রুবেল হোসেন, মোহাম্মদ আমির ও রেজাউর রহমানের গতির মুখে পড়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান তুলতে সমর্থ হয় খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করে করেন শাই হোপ ও আজম খান। ২০ রান করেন মাহমুদুল হাসান জয়।

সিলেটের হয়ে রুবেল হোসেন ৩৭ রানে শিকার করেন সর্বোচ্চ ৪ উইকেট। দুটি করে উইকেট নেন মোহাম্মদ আমির ও রেজাউর রহমান।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ