সবাই এমন প্রতারক থেকে সাবধান থাকবেন: শাবনূর

ফের ফেসবুক বিড়ম্বনায় পড়েছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

এ অভিনেত্রীর নাম ব্যবহার করে ফেসবুকে কে বা কারা বন্যার্তদের সাহায্যের নামে টাকা তুলছে। অথচ এমন কোনো নিদের্শনা বা কার্যক্রমের সঙ্গে জড়িত নন এই চিত্রনায়িকা।

বিষয়টি নজরে আসার পর ভক্ত-অনুরাগীদের সতর্ক করেছেন ‘স্বপ্নের ঠিকানা’খ্যাত অভিনেত্রী। আর যেসব প্রতারক এমনটি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দিয়েছেন শাবনূর।

তিনি ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আমার নাম এবং আমার ছবি ব্যবহার করে কিছু অসাধু ব্যক্তি ফেসবুকে আইডি খুলে মানুষের কাছে ত্রাণের নামে টাকা চাচ্ছে! আপনারা সবাই এমন প্রতারক হতে সাবধান থাকবেন! আমি এর আগেও বহুবার বিভিন্ন জায়গায় বলেছি যে, আপনারা আমার নামে ফেক আইডি খুলে এভাবে মানুষের সঙ্গে প্রতারণা করবেন না, যাতে করে আমার ইমেজ ক্ষতিগ্রস্ত হয়! আমি কখনই চাই না, আমার কারণে কারও ক্ষতি হোক! কিন্তু আমি বারবার নিষেধ করার পরও যারা প্রতিনিয়ত এভাবে আমার নামে ফেক আইডি খুলে মানুষকে ঠকিয়ে যাচ্ছে, আমি তাদের নামে আইনের আশ্রয় নিতে বাধ্য হব! আপনারা সবাই এমন অসৎ ব্যক্তি হতে সাবধান থাকবেন!’

উল্লেখ্য, ফেসবুক ঘাটলে অভিনেত্রীর শাবনূরের নামে শখানেক পেজ ও অ্যাকাউন্ট পাওয়া যাবে। যার সবই ভুয়া। কিছু অ্যাকাউন্ট বাতিল করতে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্টও করা হয়। কিন্তু সব অ্যাকাউন্ট বাতিল করা সম্ভব হয়নি।

তাই ছবি আর নাম থাকলেই সেই পেজ বা অ্যাকাউন্টকে তার ভাবতে নিষেধ করেছেন শাবনূর।

ভক্ত-অনুরাগীদের এই অভিনেত্রী বলেছেন, ‘ভক্তদের কারণেই আজ আমি শাবনূর। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকব। আপনাদের ভালোবাসার তীব্রতা আমাকে আজও আলোচনায় রেখেছে। আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু এই ভালোবাসার ঘরে যেন ঘুণপোকা আক্রমণ না করে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ