সবজি দিয়ে দূর করুন ত্বকের কালচে দাগ

শীতের রোদ মিষ্টি হলেও, বেশিক্ষণ রোদে থাকা ঠিক নয়। টানা দীর্ঘসময় রোদে থাকলে মুখ ও হাতে-পায়ে কালো ছোপ পড়তে পারে। চামড়ায় সরাসরি রোদ লাগলে সূর্যের অতি বেগনি রশ্মির প্রভাবে ত্বকে ট্যান পড়ে যায়। অনেকে সেসব ট্যান তুলতে দিনের পর দিন পার্লারে যান, অনেক টাকা খরচ করেন। জানলে অবাক হবেন, সবজি দিয়ে ঘরে বসেই ত্বক ভালো রাখা যায়। দূর করা যায় কালো দাগ।

শসা
ত্বকের কালো দাগ তুলতে শসা ভালো কাজ করে। আধখানা শসা বেটে তার সঙ্গে ১ টেবিল চামচ বেসন মিশিয়ে নিন। মিশ্রণটি হাতে-পায়ে ম্যাসাজ করুন পাঁচ মিনিট। তারপর আরো ১০ মিনিট রেখে ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল হবে।

আলু
কালো দাগ দূর করতে আলুর রসে ভরসা করতে পারেন। অনেকেই মুখের কালচে দাগছোপ তুলতে আলুর রস মাখেন। একটি আলু কেটে ব্লেন্ড করে নিন। ক্রিমের মতো মিশ্রণটি হাত-পায়ে আলতো করে ম্যাসাজ করে মিনিট ১৫ রেখে ধুয়ে ফেলুন। চাইলে এর মধ্যে ১ টেবিল চামচ চালের গুঁড়োও যোগ করতে পারেন।

টমেটো
দাগছোপ তুলতে ভালো কাজ করে টমেটো। একটি টমেটো ব্লেন্ড করে তার মধ্যে ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মিশ্রণটি হাতে-পায়ে ম্যাসাজ করে মিনিট দশেক রেখে ধুয়ে ফেলুন। তারপর ত্বকে তেল মালিশ করুন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ