সন্ধ্যার পর রাস্তায় বের হওয়ায় ২৬ শিক্ষার্থী আটক

সন্ধ্যার পর রাস্তায় বের হওয়ায় গোপালগঞ্জের কাশিয়ানীতে ২৬ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, ‘কিশোর গ্যাং, চুরি ও ছিনতাই প্রতিরোধে পুলিশ সুপারের নির্দেশে রাত ৯টার পর পাড়া-মহল্লার রাস্তায় কোনো শিক্ষার্থীকে পেলেই আইনিব্যবস্থা নেওয়া হবে। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২৬ শিক্ষার্থীকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, অহেতুক কোনো শিক্ষার্থী সন্ধ্যার পর বাইরে বের না হয়; এ জন্য অভিভাবকদের সচেতন থাকতে হবে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ