সচিবালয়ে বিক্ষোভ-সংঘর্ষের ঘটনায় গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলা, আসামি ১২০০

সচিবালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর করে শিক্ষার্থীরা। লাঠিপেটা করে পুলিশ ও সেনাসদস্যরা। ছবি: আজকের পত্রিকা
সচিবালয়ের ভেতরে ঢুকে ভাঙচুর করে শিক্ষার্থীরা। লাঠিপেটা করে পুলিশ ও সেনাসদস্যরা। ছবি: আজকের পত্রিকা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনার জেরে সচিবালয়ে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় গাড়ি ভাঙচুর এবং হত্যাচেষ্টার মামলা হয়েছে।

সচিবালয়ে দায়িত্বরত পুলিশের এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে আজ বুধবার শাহবাগ থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর আজকের পত্রিকাকে মামলার তথ্যটি নিশ্চিত করেছেন।

গত সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

বিমান দুর্ঘটনায় মৃতের প্রকৃত সংখ্যা প্রকাশসহ ছয় দফা দাবি এবং এইচএসসি-সমমানের পরীক্ষা দেরিতে স্থগিত করার ঘোষণার পরিপ্রেক্ষিতে শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার সচিবালয়ের সামনে বিক্ষোভ করে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী।

বিক্ষোভের একপর্যায়ে তারা সচিবালয়ের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর করে। তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। ব্যাপক লাঠিপেটাও হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়।

হামলার পরদিন মামলা হয়েছে জানিয়ে শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর বলেন, সচিবালয়ে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। গাড়ি ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে এই মামলা করা হয়। মামলায় অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়।

এ মামলায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ