ইসরায়েলের গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জাহাজগুলো আটক ও গণগ্রেফতারকে সমুদ্রপথের নিরাপত্তা এবং নৌ-পরিবহন স্বাধীনতার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, আটক ব্যক্তিদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ধারাবাহিকতার বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে নৈতিক ও আইনি দায়িত্ব পালনের মাধ্যমে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, গাজা উপত্যকার সর্বত্র মানবিক সহায়তা নিরাপদ ও বাধাহীনভাবে পৌঁছানো নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।