সকল প্রস্তুতি সম্পন্ন: অপেক্ষার সেই মাহেন্দ্রক্ষণের

ডেস্ক রিপোর্ট: ইতালিতে এই প্রথম আন্তর্জাতিক মানের স্কুল “দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু হচ্ছে পহেলা সেপ্টেম্বর থেকে।
স্কুলটির চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক রনি আহমেদ জানিয়েছেন, তাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এখন অপেক্ষা কেবল সেই মাহেন্দ্রক্ষনের। রাজধানী রোমে বর্ণাঢ্যা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হবে দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের। একই তারকা হোটেলের বল রুমে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে‌ ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।এছাড়া ভারত মালয়েশিয়া এবং শ্রীলংকার রাষ্ট্রদূত বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এই স্কুলের অনুষ্ঠানে ইতালীয় প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা ও উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন তারা।ইতিমধ্যেই প্রায় ১০০ ছাত্রছাত্রী স্কুলটিতে রেজিস্ট্রেশন করেছেন। উদ্বোধনের পর পরই স্কুলের ক্লাস শুরু হবে বলে জানা গেছে।
বাংলাদেশ সহ অন্যান্য দেশের রাষ্ট্রদূতগন দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ পরিদর্শন করবেন বল ধারণা করা হচ্ছে।
ইতালির রাজধানীর রোমে এমন একটি স্কুল পেয়ে অভিভাবকরা বেশ আনন্দিত ‌

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ