সংস্কার বাস্তবায়নের মাধ্যমে লুটপাটতন্ত্র ভাঙতে হবে: দেবপ্রিয় ভট্টাচার্য

নির্বাচনী দুর্নীতি প্রতিরোধে নির্বাচন কমিশন (ইসি) আস্থা সৃষ্টি করতে পারেনি বলে মনে করছেন বরিশালের নাগরিক সমাজ। তারা নির্বাচনী ফলাফল ঘোষণার আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আয়-ব্যয়ের হিসাব নেওয়ার পরামর্শ দিয়েছেন।

বিস্ময় প্রকাশ করে তারা বলেছেন, প্রবাসীরা ভোটাধিকারের সুযোগ পাচ্ছেন। অথচ দেশে থেকেও জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন না মান্তা সম্প্রদায়, ভাসমান ও ছিন্নমূল মানুষ। ফলে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।

বুধবার বরিশাল মহানগরের একটি হোটেলে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আঞ্চলিক পরামর্শ সভায় অংশ নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা বক্তব্যে এসব অভিমত প্রকাশ করেছেন।

তারা বলেছেন, নির্বাচনী মনোনয়ন, অতিরিক্ত জামানত, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া, প্রচারণাসহ নির্বাচনকেন্দ্রিক নানা দুর্নীতি চলছে। এই দুর্নীতি প্রতিরোধে নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

নাগরিক প্ল্যাটফর্মের পরামর্শ সভায় ‘নির্বাচন-পরবর্তী সরকারের কাছে আপনার প্রত্যাশা কী’– এ প্রশ্নে সমবেত নাগরিকরা ভোট নিয়ে তাদের প্রত্যাশা জানিয়েছেন। এই প্রত্যাশার পূর্বভাগে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা, মৌলিক সংস্কার বাস্তবায়ন, যুব উন্নয়ন ও কর্মসংস্থান, অন্যায় করলে পদত্যাগ, মানবাধিকার, সুশাসন, দুর্নীতিমুক্ত রাষ্ট্র, জীবনের নিরাপত্তা, সাম্য, সমাজতান্ত্রিক ব্যবস্থা, আইনের শাসন, জনগণের ক্ষমতায়ন, ইতিবাচক আচরণ, বাক্‌স্বাধীনতা ও শিক্ষার অধিকার।

নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য সাড়ে তিন ঘণ্টার এই পরামর্শ সভা সঞ্চালন করেন। সভায় স্থানীয় নাগরিকরা বরিশালে কর্মসংস্থানের সংকট, শিল্পায়ন না থাকা, নদীভাঙন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও হিজড়া জনগোষ্ঠীর সমস্যা তুলে ধরেন।

সভার সূচনা বক্তব্যে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ৭১ এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪ এর গণঅভ্যুত্থানকে একে অপরের পরিপূরক বলে উল্লেখ করেন।

তিনি বলেন, সংস্কার বাস্তবায়নের মাধ্যমে লুটপাটতন্ত্র ভাঙতে হবে। আগে জনতা শুনতো, নেতারা বলতেন। আগামী দিনে জনতা বলবে, নেতারা শুনবেন। এই পরিস্থিতি তৈরি করতেই নাগরিক ইশতেহার বিষয়ক আঞ্চলিক পরামর্শ সভার আয়োজন করা হচ্ছে। ইতোমধ্যে সিলেট ও রাজশাহীতে এ সভা হয়েছে। বৃহস্পতিবার খুলনায় হবে।

নাগরিক প্ল্যাটফর্মের কোর গ্রুপের সদস্য ও সিপিডির আরেক সম্মাননীয় অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান একটা সম্ভাবনা তৈরি করেছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। নাগরিক হিসেবে সচেতন থাকতে হবে। তবেই জাতীয় সমস্যার পাশাপাশি স্থানীয় সমস্যাও রাজনীতিবিদদের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে।

নাগরিক প্ল্যাটফর্মের সমন্বয়ক আনিসাতুর ফাতেমা ইউসুফ বলেছেন, নাগরিক ইশতেহার তৈরির কাজ এগিয়ে চলছে। এরই ধারাবাহিকতায় সিলেট এবং রাজশাহীর পর বরিশালের নাগরিকরা ভোটাভুটির মাধ্যমে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে সংযুক্ত করার জন্য নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেছেন।

বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, অতীতে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তাই এই দুটি ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে।

মহানগর জামায়াতের সেক্রেটারি জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, পেশাজীবীদের নিয়মের মধ্যে আনতে হবে। কেউ আইনের উর্ধ্বে নয়।

জেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক আবু সাইদ মুসা জানান, তারা ক্ষমতায় গেলে সবুজ বরিশাল গড়ে তুলবেন।

দুর্নীতিমুক্ত স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান জেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম।

জেলা বাসদের সমম্বয়ক ডা. মনিষা চক্রবর্তী পাইপলাইনের মাধ্যমে ভোলার গ্যাস বরিশালে আনার দাবি তুলে বলেন, কৃষিভিত্তিক শিল্পায়ন চাই বরিশালে।

পরামর্শ সভায় জেলা গণফোরাম সভাপতি হিরণ কুমার দাস মিঠু, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) মহানগর সভাপতি অধ্যাপক আব্দুল মোতালেব হোসেন, দৈনিক শাহনামার সম্পাদক আবুল কালাম আজাদ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আখতারুজ্জামান খান, জেলা গণসংহতি আন্দোলনের সমম্বয়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, জেলা এডাবের সভাপতি কাজী জাহাঙ্গীর, সমাজকর্মী খোরশেদ আলম, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুস্প চক্রবর্তী, অধ্যাপক শাহ সাজেদা, সাংবাদিক শেখ শামিম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তৌফিক আহমেদ, জেলা মহিলা পরিষদের সহ সভাপতি অধ্যাপিকা টুনু রাণী কর্মকার প্রমুখ আলোচনায় অংশ নিয়ে বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ