‘সংসদে আইন হয়েছে, রাজাকারদের তালিকা প্রকাশ হবে’

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, রাজাকারদের তালিকা করার আগে কোনো বৈধতা ছিল না। এখন সংসদে আইন পাশ হয়েছে। তালিকা প্রকাশের কাজ চলছে। রাজাকারদের তালিকা প্রকাশ হবে।

শুক্রবার বিকালে ফেনীর দাগনভুইয়া উপজেলার রঘুনাথপুর দারুল উলুম মহিউচ্ছুন্নাহ মাদ্রাসার আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, বর্তমানে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই প্রক্রিয়া শেষ। তবে ভুয়াদের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

গণকবর সংরক্ষণ বিষয়ে তিনি বলেন, এটি সংরক্ষণ করার ব্যাপারে সরকারের বরাদ্দ রয়েছে, ইতোমধ্যে ৫০০ গণকবর সংরক্ষণ করা হয়েছে।

আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে মাদ্রাসার মুহতামিম মাওলানা সালাহ উদ্দিন জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন মক্কা শরীফের মসজিদে রেফায়ির খতিব শায়েখ মুতাসিম বিল্লাহ রাফাত।

এ সময় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, দাগনভুইয়া উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন মুন্সি, গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ