শ্রীলংকার প্রস্তুতি ভেসে গেল বৃষ্টিতে

টাইগারদের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে নিজেদের প্রস্তুতি ঝালাই করে নিতে চেয়েছিল শ্রীলংকা ক্রিকেট দল। কিন্তু তাদের সেই প্রস্তুতিতে বাগড়া দিল বৃষ্টি। দুই দিনের প্রস্তুতি ম্যাচটি ভেসে যায় বৃষ্টির পানিতে।

সাভারের বিকেএসপির মাঠে বিসিবি একাদশের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে খেলা হয়েছে মাত্র ১৮ ওভার। শ্রীলংকার তাই হতাশ হওয়ারই কথা। প্রথম দিনে খেলা হয়েছিল ৮.৩ ওভার।

বুধবার দ্বিতীয়দিনে সকাল থেকে বৃষ্টির দরুন সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টির দরুন খেলা শুরু হয় ১১টা ৪০ মিনিটে। বেলা সাড়ে ১২টার দিকে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। থেমে থেমে প্রবল বেগে বৃষ্টি হওয়ায় শেষ পর্যন্ত বেলা ২টার দিকে ম্যাচের ইতি টানেন আম্পায়াররা।

শ্রীলংকা এক উইকেটে ৫০ রান করেছে। অধিনায়ক দিমুথ করুনারত্নের একমাত্র উইকেটটি নেন মুকিদুল ইসলাম।

বিসিবি একাদশের ক্রিকেটারদের পরখ করতে না পারায় হতাশ নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, খেলা হলে ভালো হতো। ছেলেদের দেখা যেত। কিন্তু আবহাওয়ার ওপর কারও হাত নেই।

বৃষ্টিতে খেলা বন্ধ থাকায় লংকান ক্রিকেটাররা ব্যস্ত সময় কাটিয়েছেন ইনডোরে। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট আর ২৩ মে ঢাকায় শুরু দ্বিতীয় ও শেষ টেস্ট।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ