ডেস্ক রিপোর্ট: আফজাল হোসেন রোমান-নমেই যার ব্যাপক পরিচিতি রয়েছে রাজধানী রোম এবং পুরো ইতালিতে। ইউরোপের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি ইতালি প্রতিনিধি হিসেবে জনাব রোমান সুনাম কুড়িয়েছেন। প্রতিটি রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সংগঠন একজন সাংবাদিক হিসেবেই তাকে চেনেন। এবার তিনি নিজে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার প্রতিষ্ঠানের নাম দেয়া হয়েছে রোমান মাল্টি সার্ভিস।
আগামী ১৩ এপ্রিল মঙ্গলবার বিকেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে তার প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠান উদ্বোধন উপলক্ষে কথা হয় প্রতিনিধির। রোমান বলেন, শুধু ব্যবসা করায় মূল উদ্দেশ্য নয় প্রবাসীদের সেবা করার মানসিকতা নিয়ে আমি যাত্রা শুরু করছি। প্রকৃতপক্ষে এটা হবে একটি সেবাদান প্রতিষ্ঠান। উদাহরণ দিয়ে তিনি বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে যে হসপিটাল গুলো আছে-তারা ব্যবসা করলেও মূলত সেবা টাকেই মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করে থাকে। আমিও তাই মনে করি।
আমার এখানে যে সকল সার্ভিস গুলো পাওয়া যাবে সেগুলো সবই সেবামূলক। এ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে অর্থ প্রেরণ, মোবাইল ফোনের রিচার্জ, বিকাশ, টেলিফোনের খুচরা যন্ত্রাংশ-এসব মানুষের প্রয়োজন। রোম প্রবাসী বাংলা ভাষাভাষী মানুষের এই চাহিদাটুকু আমরা পূরণ করতে চাই। তিনি বলেন, এছাড়াও আমরা বিভিন্ন ধরনের ফটোকপি, ব্যানার পোস্টার প্রিন্ট এবং ধীরে ধীরে ডিজাইনের দিকেঝ আমরা এগিয়ে যাব।
তিনি সকলের সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন।
