ডেস্ক রিপোর্ট: শুক্রবার থেকে ইতালি আওয়ামী লীগের পুনঃনির্বাচিত সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে ইতালি আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে দলটি নতুন করে যাত্রা শুরু করছে।
আনুষ্ঠানিক ভাবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এ দিন। দলটির সভাপতি ও সাধারণ সম্পাদক বলেছেন,
ইতালি আওয়ামী লীগকে হাইব্রিড এবং দুর্নীতি বাজমুক্ত রাখা হবে। দলের নাম ব্যবহার করে কোন নেতা কর্মী যাতে অবৈধ সুবিধা না নিতে পারে, সেদিকে নজর রাখা হবে।
কোন হাইব্রিড কিংবা জামাত বিএনপি পরিবারের সদস্য ইতালি আওয়ামীলীগের ধারে কাছেও থাকতে পারবে না।
তারা বলেন, শুক্রবার ইতালি আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি
ঘোষণার মাধ্যমে এটি প্রমাণিত হবে যে, ইতালি আওয়ামীলীগ ইউরোপের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বাধিক জনপ্রিয় দল। আগামী
জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলের এই কমিটি ঘোষণা করা হচ্ছে-যারা কাজ করতে পারবেন এবং আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারও বিজয়ী করার ক্ষেত্রে ভূমিকা রাখবেন তাদেরকেই অগ্রাধিকার দেয়া হবে এই কমিটিতে। দলের একটি সূত্র জানিয়েছে, এই পূর্ণাঙ্গ কমিটিতে দুইজন পেশাদার সাংবাদিক গুরুত্বপূর্ণ দুটি পদ পেতে পারেন।
নেতারা বলেন, নির্বাচনকে সামনে রেখে জামাত-বিএনপি নানা ধরনের অপপ্রচার করতে পারে। তা প্রতিরোধের জন্য দলীয় নেতা কর্মীদের এখন থেকেই সতর্ক থাকতে হবে।
শুক্রবার রাত ৮ টায় রাজধানী রোমের সুন্দরবন রেস্টুরেন্টের হলরুমে এই কমিটি ঘোষণা করার কথা রয়েছে।
