শীগ্রই বাংলা স্কুল খোলার ঘোষণা দিয়েছে কর্ণেলিয়া-বাতিস্তিনি ঐক্য পরিষদ

ইতালি প্রতিনিধিঃ বাংলাদেশকে প্রতিপাদ্য করে, স্বপ্ন বুনি,স্বপ্ন গড়ি এই স্লোগানকে সামনে রেখে প্রবাসে নিজেদের মধ্যে ঐক্য আর সম্প্রীতির প্রতিফলন হিসেবে ইতালিস্থ কর্ণেলিয়া বাতিস্তিনি ঐক্য পরিষদ আয়োজিত বার্ষিক বনভোজনে অংশগ্রহণ করেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী। দীর্ঘদিন পর এমন আয়োজনে উৎফুল্ল প্রবাসীরা অংশ নিয়েছেন অন্যান্য শহর থেকেও।

করনেলিয়া বাতিস্তিনি ঐক্য পরিষদের শওকত আলী, সৈয়দ আহসানুল পাপন, শেখ মাসুদ, মুখলেস ভূইয়া, শাহিন ভূইয়া, বেলাল উদ্দিন, ইকরাম হোসেন, রহমান জিকু, শফিকুল, সৈয়দ মামুন, দুলাল, কাজী সুমন ও আহমেদ হোসাইনের সার্বিক তত্বাবধানে এবং স্থানীয় কমিউনিটি ব্যক্তিত্ব হেবজু রহমান, দাউদ মুন্সি, মোঃ সোলেমান, বেল্লাল উদ্দিন খাঁন, জাহাঙ্গীর মিঠু, শেখ মাসুদ, শওকত আলী, সৈয়দ আহসানুল পাপন, মুখলেস ভূঁইয়া, রহমান জিকু বাচ্চু, দুলাল, আহমেদ হোসাইন, আবিদ হোসেন, সৈয়দ মামুন, শাহীন ভূঁইয়া, ইকরাম হোসেন, সোহেল চৌ:, লুকমান ভূইয়া, কাজী সুমন, শাহ্ শওকত, কাজী ইসহাক, মামুনুর রশীদ, বরকত আলী, মিজানুর রহমান, মাসুকুর রহমান, ফরহাদ বাবু, বেল্লাল হোসেন ,আনোয়ার, রহমান মুন্সী ও জুয়েল এর সার্বিক সহযোগীতায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোম সিটি কর্পোরেশনের ১৩নং মিউনিসিপ্যালিটির কমিশনার মারিয়া স্তেল্লা উররো।


গত রোববার সকালে রোম থেকে প্রায় সহস্রাধিক যাত্রী নিয়ে ১৫টি বাস এবং প্রাইভেটকারযোগে যাত্রা শুরু করে রোমের প্রসিদ্ধ মিয়ামি বিচের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মাঝে নাস্তা বিরতির পর প্রথমেই তারা দ্বিতীয় বিশ্বযুদ্ধ্বের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান পিয়ানা দেল্লে অরমে পরিদর্শন করেন। ঐতিহাসিক এই স্থান পরিদর্শন শেষে সেখানেই মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন তারা।
দুপুরের পর পুনরায় যাত্রা শুরু হয় বিনোদনের পার্ক মিয়ামি বিচের উদ্দেশ্যে। পার্কে নির্ধারিত হলরুমে সমবেত হন প্রবাসীরা, সেখানে বিভিন্ন বিনোদনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন তারা। এসময় সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন উপস্থিত অতিথিবৃন্দ।
এদিকে আয়োজকদের পক্ষ থেকে শিগ্রই কর্ণেলিয়া-বাতিস্তিনি ঐক্য পরিষদের উদ্যোগে বাংলা স্কুল খোলার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
প্রবাসে বেড়ে উঠা দ্বিতীয় প্রজন্মের কাছে শুধু বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতিকে তুলে ধরাই নয় একটি বাংলা স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে বাংলা ভাষাও তাদের মাঝে ছড়িয়ে দেয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন কর্ণেলিয়া-বাতিস্তিনিবাসী।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ