ডেস্ক রিপোর্ট: ইতালি আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন দীর্ঘ ২৩ বছর সভাপতির দায়িত্ব পালন করে ২০১২ সালে একটি সম্মেলনের মাধ্যমে
নতুন কমিটি গঠিত হয়। তারপর ২০২২ সালে একটি বর্ণাঢ্য সম্মেলনের মাধ্যমে আবারও সভাপতি নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন। এবার মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন আত্মজীবনীমূলক একটি গ্রন্থ তৈরিতে
হাত দিয়েছেন। গ্রন্থটির প্রাথমিক নাম রাখা হয়েছে”মুক্তিযুদ্ধ এবং ইউরোপের রাজনীতি”-গ্রন্থটির অনুলিখনের দায়িত্বে থাকবেন সাংবাদিক হাসান মাহমুদ।
শিগগিরই মাহতাব হোসেনের স্কুল জীবন রাজনীতি জার্মান এবং ইতালিতে আওয়ামীলীগের দায়িত্ব গ্রহণ ইত্যাদি থাকবে তার এই রচিত গ্রন্থে। ইউরোপ প্রবাসী বাংলাদেশীদের জন্য এটি একটি ইতিহাস হয়ে থাকবে।
