শাহিন আফ্রিদির ভূয়সী প্রশংসায় যা বললেন বাবর আজম

শাহিন শাহ আফ্রিদি বিশ্বের সবচেয়ে ভালো বোলার বলে মন্তব্য করেছেন পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম।

হাঁটুতে ইনজুরির কারণে গত কয়েক মাস বেশ কয়েকটি খেলায় অংশ নিতে পারেননি শাহিন আফ্রিদি। ঘরের মাঠে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষেও খেলতে পারেননি তিনি।

শাহিন আফ্রিদির প্রশংসা করে বাবর আজম বলেন, তিনি (শাহিন) শুধু পাকিস্তানের নয় বরং বিশ্বের সবচেয়ে ভালো বোলার এ কথা সবাই জানে।

আসন্ন পাকিস্তান সুপার লিগে শাহিন শাহ আফ্রিদি লাহোর কালান্দারের নেতৃত্বে থাকবেন। আর পেশোয়ার জালমির অধিনায়ক হিসেবে খেলবেন বাবর।

প্রসঙ্গত, আসছে ১৩ ফেব্রুয়ারি থেকে ১৯ মার্চ পর্যন্ত লাহোর, মুলতান, করাচি ও রাওয়ালপিন্ডিতে চলবে পাকিস্তান সুপাল লিগ।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ