শাহরুখ-রানির বন্ধুত্ব নিয়ে যা বলছেন নেটিজেনরা

শাহরুখ খান বারবার প্রমাণ করে আসছেন অভিনেতার সঙ্গে তিনি একজন ভদ্রলোক। পর্দায় বা পর্দার বাইরে সমানভাবে তার চারপাশের নারীদের সম্মান করেন। সেই যেন ফের ফুটে উঠলে ভারতের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে।

পূর্ব ঘোষণা অনুযায়ী জাতীয় চলচ্চিত্র পুরস্কার গতকাল হাতে পেয়েছেন শাহরুখ খান ও রানি মুখার্জি। আনন্দের পাশাপাশি ভক্তদের কাছে বড় আকর্ষণ ছিল অনস্ক্রিন জুটিকে আবারও একসঙ্গে দেখা। পুরস্কার নিতে গিয়েও পাশাপাশি বসেছিলেন শাহরুখ-রানি।

অনুষ্ঠানের মাঝে ফুটে উঠেছে তাদের বন্ধুত্বের ঝলক। ভাইরাল হওয়া কিছু ছবি ও ভিডিওতে নজর কেড়েছে শাহরুখ-রানির একে অপরের প্রতি বাড়তি যত্ন, যা নিয়ে প্রসংশায় ভাসছেন এই দুই তারকা।

একটি ভিডিওতে দেখা যায়, শাহরুখ খান তার মেডেলের ফিতে খুলতে ব্যস্ত। ঠিক তখনই এগিয়ে এসে তাকে সাহায্য করেন রানি মুখার্জি। এমনকি ‘কুছ কুছ হোতা হ্যায়’ সহ-অভিনেত্রী নিজের ফোনের সেলফি ক্যামেরা চালু করে শাহরুখকে দেখান, মেডেলটি ঠিকভাবে বসেছে কি না।

এছাড়া আরও একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নির্ধারিত আসন থেকে উঠে দাঁড়ানের সময় রানির শাড়ির আঁচল আটকে যায়। তার শাড়ির আঁচল নিজ হাতে ঠিক করে নেন শাহরুখ। অন্য একটি ছবিতে শাহরুখকে রানির গালে স্নেহভরা একটি চুম্বন দিতেও দেখা গেছে।

এক নেটিজেন লিখেছেন, “ভদ্রলোক নামের প্রকৃত সংজ্ঞা যদি কারও মধ্যে পাওয়া যায়, তবে তিনি শাহরুখ খান।’ আরেকজন মন্তব্যে বলেছেন, ‘শাহরুখ তার চারপাশের নারীদের যেভাবে সম্মান করেন, সেটাই আসল পুরুষের পরিচয়।’

শুধু ভক্তরাই নন, শাহরুখের স্ত্রী গৌরী খানও তাদের দুজনের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন।

শাহরুখ তার ‘জাওয়ান’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পান, রানি পান ‘মিসেস চ্যাটার্জি বনাম নরওয়ে’ সিনেমার জন্য।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ