শাহবাগে সড়কের পাশে দুই নবজাতকের লাশ

রাজধানীর শাহবাগে সড়কের পাশে পড়েছিল দুই নবজাতকের লাশ।

রোববার ভোরে রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন ছবিরহাট গেটসংলগ্ন এলাকা থেকে কাপড়ে মোড়ানো দুটি নবজাতকের লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার।

তিনি টেলিফোনে বলেন, স্থানীয়দের ফোন পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। লাশ দুটো অপুষ্ট, ভ্রূণ। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পুলিশ জানায়, হয়তো রাতের বেলা কেউ তাদের ফেলে যায়। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ