ডেস্ক রিপোর্ট: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের আসনগুলোতে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়েছে শরীয়তপুরবাসী।
রোববার রোমে আয়োজিত এক সমাবেশে এই আহ্বান জানান ইটালিস্থ শরীয়তপুরের অধিবাসীরা। ইতালি আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এমডি রিয়াজ হোসেন জানান, প্রত্যেকটি আসনে
স্বতন্ত্র প্রার্থী থাকলেও জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীদের বিজয় করার লক্ষ্যে এই নির্বাচনী প্রচারণা সভার আয়োজন করা হয়। ইটালি আওয়ামীলীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস
ফরাজীর পক্ষ থেকে আয়োজিত এই প্রচারণা সভায় নেতারা প্রবাস থেকে নৌকার পক্ষে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। নির্বাচনের আগে অনেকেই বাংলাদেশের যাবেন উল্লেখ করে বলেন, যারা দেশে যেতে পারবেন না তাদেরকে অবশ্যই স্বজনদের প্রতি নৌকার প্রার্থীকে বিজয় করার নির্দেশনা দেবেন। আগামীতে এ ধরনের আরো সমাবেশের আয়োজন করা হবে বলে জানান রিয়াজ হোসেন।
