ডেস্ক রিপোর্ট: আগামী শনিবার জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে জেল হত্যা দিবস পালন করবে রোম মহানগর আওয়ামীলীগ। ইতালির রাজধানী রোমের তরপিনাত্তারাস্থ সুন্দরবন রেস্টুরেন্টে চার নভেম্বর রাত আটটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল শুরু হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইতালি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল। প্রধান বক্তা রোম মহানগর আওয়ামীলীগের সাবেক সভাপতি শেখ মামুন।
রোম মহানগর আওয়ামীলীগের আহ্বায়ক খলিল বন্দুকসীর সভাপতিত্বে এই জেল হত্যা দিবসের আলোচনা সভা পরিচালনা করবেন যথাক্রমে রোম মহানগর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল রফিক ও মনিরুজ্জামান মুন্সী।
উল্লেখ্য ও ১৯৭৫ সালের ১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর ৩রা নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়।
