ডেস্ক রিপোর্ট: ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি আসতে গিয়ে নিখোঁজ রয়েছেন সিলেটের জকিগঞ্জের মোহাম্মদ আলী। তার পরিবার জানিয়েছে, চলতি বছরের ১৭ই মে লিবিয়া থেকে ইতালি আসার উদ্দেশ্যে রওনা দেয়। তারপর থেকে মোহাম্মদ আলী আর কোন সন্ধান পাননি তার পরিবার।
জকিগঞ্জ থেকে মোহাম্মদ আলীর পরিবার তার সন্ধান পেতে ইতালির প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেছেন। তার পরিবার জালালাবাদ এসোসিয়েশন ইতালির সভাপতি সাব্বির আহমেদ এবং সাধারণ সম্পাদক জামিল উদ্দিন এর এ ব্যাপারে হস্তক্ষেপ কামনা করেছেন। মোহাম্মদ আলীর কোন সন্ধান পেলে জানানোর জন্য বিশেষ অনুরোধ করা হয়েছে।
