লিবিয়ার রাজধানী ত্রিপোলির পশ্চিমে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১৮ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং ৯০ জনেরও বেশি জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় রেড ক্রিসেন্ট শাখা এই তথ্য জানিয়েছে।
ত্রিপোলি থেকে প্রায় ৭৬ কিলোমিটার পশ্চিমে অবস্থিত উপকূলীয় শহর সাব্রাথার রেড ক্রিসেন্ট জানিয়েছে যে তারা সোমবার গভীর রাতে নৌকাডুবির খবর পায়। এরপর তারা মঙ্গলবার ভোর পর্যন্ত একটি উদ্ধার অভিযান চালায়।
উদ্ধারকারী দল জানিয়েছে মৃতদেহগুলো সুরমান বন্দরের কাছের উপকূল থেকে উদ্ধার করা হয়। রেড ক্রিসেন্ট শাখা কর্তৃক প্রকাশিত ছবিগুলোতে দেখা যায় স্বেচ্ছাসেবকরা মৃতদেহগুলো সাদা প্লাস্টিকের ব্যাগে ভরে অ্যাম্বুলেন্সের পিছনে তুলছেন, এবং অন্যান্য উদ্ধারকর্মীরা জীবিতদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন।
চলতি মাসের শুরুর দিকে স্বাস্থ্য মন্ত্রণালয় পরিচালিত একটি মেডিকেল সেন্টার জানিয়েছিল লিবিয়ার জুয়ারা এবং রাস ইজদির উপকূলীয় এলাকায় যা তিউনিসিয়া সীমান্তের কাছে অবস্থিত গত দুই সপ্তাহে চিকিৎসাকর্মীরা কমপক্ষে ৬১ জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করেছেন।
প্রসঙ্গত, ২০১১ সালে ন্যাটোর সমর্থনে হওয়া গণঅভ্যুত্থানে স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া ইউরোপে ভূমধ্যসাগর পেরিয়ে সংঘাত ও দারিদ্র্য থেকে পালিয়ে আসা অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি প্রধান ট্রানজিট রুটে পরিণত হয়েছে।