লাশ বাড়ি নিয়ে যাবে কিভাবে? কবরই বা দেবে কীভাবে?

সিলেটে বন্যায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে এই সময়ে মৃত্যুবরণ করা ব্যক্তিদের লাশ দাফন করা নিয়েও নানা দুর্ভোগে পড়েছেন স্বজনরা।

সিলেট ওসমানী মেডিকেল কলেজের চিকিৎসক ডা. যোবায়ের মাহমুদ তার ফেসবুক টাইমলাইনে বলেন, ‘আমার ইউনিটে একটু আগে একজন রোগী মারা গেলো। বাড়িঘর পানিতে ডুবে আছে। রাস্তায় গাড়িও পাচ্ছে না। (লাশ) বাড়ি নিয়ে যাবে কিভাবে? কবরই বা দেবে কীভাবে? আল্লাহ রহম করো।’

প্রসঙ্গত, অতিভারি বৃষ্টির কারণে সিলেটের বন্যা ভয়াবহ আকার ধারণ করেছে। ভারি বৃষ্টি অব্যাহত থাকায় শনিবার বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আজ সিলেট ও সুনামগঞ্জ জেলায় রেকর্ড পরিমাণ ২৫০ থেকে ৩০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এতে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করতে নিচের বাটনগুলোতে চাপ দিন

Facebook
Twitter
WhatsApp
LinkedIn
Print

এ বিভাগের আরো খবর

ফেসবুক পেজে লাইক দিন

বিভাগীয় সংবাদ